পাঠকবার্তা ডেস্ক
সারাদেশ থেকে ধান-চাল কেনার টার্গেট পূরণ হলে বাইরের দেশ থেকে খাদ্য আমদানি করা লাগবে না বলে উল্লেখ করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সচিব মো. মাসুদুল হাসান বলেন, ক্ষুধামুক্ত বাংলাদেশ বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন কৃষকরা। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কৃষকদের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সারাদেশে যে টার্গেট (ধান ও চাল ক্রয়ের) আছে, সেই টার্গেট ফুলফিল হলে আশা করা যায় বাংলাদেশকে কোনো বাইরের দেশ থেকে খাদ্য আমদানি করা লাগবে না। ভবিষ্যতের বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত।
খাদ্য সচিব জানান, এবছর সরকার ১৪ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
মো. মাসুদুল হাসান বলেন, আমাদের দেশের যে অস্তিত্ব সেটা নির্ভর করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার ওপর। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হলে দেশের অস্তিত্ব-স্থায়িত্ব এগুলো নিয়ে সমস্যা হয়। পৃথিবীতে সব সময় খাদ্য একটি গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এবছর মিঠামইনে ১২ হাজার ৪৮৯ টন ধান এবং ২৭ হাজার ১৩৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. সাদিকুর রহমান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা সূরাইয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :