ব্রেকিং নিউজ :

শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন এবং দুই সৎবোনের ১০ বছর করে কারাদণ্ড


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন | ৫০
শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন এবং দুই সৎবোনের ১০ বছর করে কারাদণ্ড

পাঠকবার্তা ডেস্ক

পৈতৃক জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ছুরিকাঘাতে শ্যালককে হত্যার মামলায় দুলাভাইকে যাবজ্জীবন এবং দুই সৎবোনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জানা যায়,  ২০২১ সালের ৪ এপ্রিল জায়গা-সম্পত্তি নিয়ে রাসিক মিয়ার সঙ্গে তার সৎবোনের স্বামী নাইজুল হক (দুলাভাই) ও সৎবোন নাসিমা, সামিনা এবং রীনা বেগমের মধ্যে ঝগড়া হয়।

পরদিন ৫ এপ্রিল বিকালে রাসিক মিয়া বাড়ির পাশের টিউবওয়েলে গোসল করতে যায়।  এ সময় দুলাভাই নাইজুল হক ঘর থেকে ছুরি এনে রাসিক মিয়াকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করেন এবং সৎবোনরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।

গুরুতর আহত অবস্থায় রাসিক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাসিক মিয়ার ভাই বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় নাইজুল হক ও তিন সৎবোনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা সৎবোন সামিনার সম্পৃক্ততা না পাওয়ায় শুধু নাসিমা ও রীনা বেগম এবং দুলাভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

বিচার প্রক্রিয়া শেষে আদালত নাইজুল হককে যাবজ্জীবন কারাদণ্ড এবং সৎবোন নাসিমা ও রীনা বেগমকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।