ব্রেকিং নিউজ :

নড়াইলে দিনব্যাপী স্পোর্টস ফর ডেভেলপমেন্ট পর্যবেক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ১০:০২ অপরাহ্ন | ৪৩
নড়াইলে দিনব্যাপী স্পোর্টস ফর ডেভেলপমেন্ট পর্যবেক্ষণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ, বাংলাদেশের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় একদিনব্যাপী “স্পোর্টস ফর ডেভেলপমেন্ট (S4D)” দিবস উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে ১২০ জন কিশোর- কিশোরীদের অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লিংকন বিশ্বাস।

এ সময় নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ হেমায়েতুল হক হিমু, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও নড়াইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আল আমিন, নড়াইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. নূরুন্নবী সামদানীসহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক বর্তমান সদস্যবৃন্দ।

আলোচনা সভার সভাপতিত্ব করেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়ার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তারা বলেন, S4D একটি কার্যকর পন্থা যার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করা যায়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদর্শন করা হয় এবং খেলাধুলার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ইউনিসেফ এর ‘Let Me Play’ কার্যক্রমের অংশ হিসেবে এই দিবসটি উদযাপন করা হয়।