ব্রেকিং নিউজ :

নড়াইলে দৃষ্টিনন্দন বায়তুন নাজাত জামে মসজিদের শুভ উদ্বোধন


প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ৯:৪১ অপরাহ্ন | ২৫
নড়াইলে দৃষ্টিনন্দন বায়তুন নাজাত জামে মসজিদের শুভ উদ্বোধন
নড়াইল প্রতিনিধিঃ
 
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে নির্মিত দৃষ্টিনন্দন বায়তুন নাজাত জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) জুম্মার নামায আদায়ের মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
 
উপস্থিত ছিলেন নড়াইল জর্জ কোর্টের পিপি ও নড়াইলের প্রেসক্লাবের আহবায়ক এডভোকেট এসএম আব্দুল হক, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নড়াইলের অধ্যক্ষ আবুল বাসার, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাংবাদিক মিল্টন শেখ, নড়াইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ,  মোহাম্মদ আল-আমিন, মো. নূরুন্নবী সামদানী, সাংবাদিক তাহের আলী ও সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কবির মোল্লা প্রমুখ।
 
এই দৃষ্টিনন্দন মসজিদটি আব্দুল্লাহ শেখ উদ্যোক্তা হিসাবে এলাকার সকলের সার্বিক সহযোগিতায় মসজিদটি প্রতিষ্ঠা করেছেন।
 
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি এবং সুধী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
নতুন এই মসজিদে ইসলামী শিক্ষা ও ইবাদতের পাশাপাশি এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।