মোঃ বাবর আলী -কালিয়াঃ
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল পশ্চিমপাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একই বংশের দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন আহতদের স্বজনেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, খাশিয়াল পশ্চিমপাড়া এলাকার মালেক মোল্লা ও দাউদ মোল্লা গ্রুপের সাথে একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার (২৪জুন) সকালে দাউদ মোল্লার ছেলে আবুল বাশার বিরোধকৃত জমি থেকে বাঁশ কাটতে গেলে উভয়পক্ষে কথা কাটির সৃষ্টি হয়ে পরবর্তীতে হামলা প্রতি হামলার ঘটনা ঘটে।
এসময় মালেক মোল্লা পক্ষের মালেক মোল্লা (৮৫) তার ছেলে রসুল মোল্লা (৬০) রমজান মোল্লা (২২) স্ত্রী রাজিয়া(৬৫) বেগম নাতি ঋতু খাতুন(২০) ও জান্নাতি খাতুন(১৫) আহত হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে মালেক মোল্লা, রসুল মোল্লা ও রমজান মোল্লা কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এছাড়া একই ঘটনায় প্রতিপক্ষের দাউদ মোল্লার ছেলে আবুল বাশার (২৭) গুরুতর আহত হয়ে কালিয়া উপজেলা হাসপাতালে এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নড়াগাঁতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান জানান, খাশিয়াল পশ্চিমপাড়ায় একই বংশের দুই পক্ষের একটি জমি কে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে আজকে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে কোন পক্ষের এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :