নড়াইলে দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রকাশের সময় : জুন ২৮, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন |
২২০
নড়াইল প্রতিনিধিঃ
“খেলাধুলায় বাড়ে বল” মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলের সামাজিক সংগঠণ দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদ (ক্রীড়া বিভাগ) নড়াইলের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার ২৮ (জুন) দলজিৎপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের মাঠে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহবায়ক মোঃ নুরুন্নবী সামদানীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হান্নান মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান (জিয়া), বিশেষ অতিথি ছিলেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশীদ লাবলু, সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বাচ্চু, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ আল আমিন, জামায়াতের যুব বিভাগের নড়াইল জেলা সভাপতি মোঃ খিয়াম উদ্দিন, দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান সনেট প্রমুখ।
উল্লেখ্য, ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২৭ ও ২৮ জুন দুই দিন ব্যাপী আয়োজন করা হয়েছিলো। ৪ দলীয় এ ফুটবল টুর্নামেন্টে দলজিৎপুর দক্ষিণ পাড়কে ২-১ গোলে দলজিৎপুর পূর্বপাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময় সেরা গোল দাতার পুরস্কার পান দলজিৎপুর পূর্বপাড়ার খেলোয়াড় মোঃ তরিকুল ইসলাম এবং সেরা গোলরক্ষকের পুরস্কার পান রমিম হাসান।
আপনার মতামত লিখুন :