নড়াইল প্রতিনিধি :
বাংলাদেশ টেস্ট ক্রিকেট কার্ডিফ প্রাইম ২৫ বছর পূর্তি উপলক্ষে নড়াইলে অনূর্ধ-১২ ক্রিকেট কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে কাজী সুমন ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন হয়।
সকালে খেলোয়াড়দের পরিচয় পর্ব শেষে জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য হামিদুল হক তনু, সাবেক জেলা ক্রিকেট কোচ সৈয়দ মঞ্জুর তৌহিদ তুহিন।
উল্লেখ্য, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগীতায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট কার্ডিফ প্রাইম ২৫ বছর পূর্তি উপলক্ষে নড়াইলে অনূর্ধ-১২ ক্রিকেট কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে কাজী সুমন ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন ট্রফি জয় করে।
আপনার মতামত লিখুন :