নড়াইল প্রতিনিধি:
খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার বলেন, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। জনসচেতনতা তৈরি করতে বিভিন্ন বিদ্যালয়ের সামনে সচেতনতামূলক ব্যানার প্রদর্শন,জনবহুল স্থানের লিফলেট বিতরণ, মসজিদ মন্দিরে জন সচেতনতামূলক প্রচারণা, ঘরবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতাবজায় রাখা সহ বিভিন্ন সতর্কতা মেনে চলতে হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে নড়াইল সদর উপজেলা পরিষদের নব নির্মিত মিলনায়তনে করোনা ভাইরাস ও ডেঙ্গু মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নড়াইল পৌরসভার জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পিত ভাবে কাজ করতে হবে।
নড়াইলে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকায়না। স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এ সময় আরো বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, নড়াইল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, এনপিপি নড়াইলের সভাপতি শরীফ মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এর আগে নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ দুপুরে বিভাগীয় কমিশনারের মোঃ ফিরোজ সরকার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড এস এম আব্দুল হক, সিনিয়র সাংবাদিক নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক মোঃ নুরুন্নবী।
আপনার মতামত লিখুন :