ব্রেকিং নিউজ :

শিশুদের আঁকা ছবির ব্যতিক্রমধর্মী চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ২:৫২ অপরাহ্ন | ১০৭
শিশুদের আঁকা ছবির ব্যতিক্রমধর্মী চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত

নড়াইল  প্রতিনিধি

নড়াইলে শিশুদের আঁকা ছবি নিয়ে ৯ম বারের মত অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী চিত্র প্রদর্শনী। শুক্রবার সকাল ১১ টায় রূপগঞ্জের বাধাঘাট এলাকায় এই প্রদর্শনীর আয়োজন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘চারুনীড়’। প্রদর্শনীতে অংশ নেয় শতাধিক শিশু শিল্পী।

অস্থায়ীভাবে তৈরি গ্যালারিতে স্থান পায় শিশুদের আঁকা গ্রামীণ জীবনযাত্রার নানা চিত্র। প্রদর্শনী ঘুরে দেখা যায়,নবান্নের উৎসব, ধান কাটা, জেলে পল্লীর ছবি প্রদশর্নীতে স্থান  পেয়েছে।

পালকিতে বিয়ে, গরুর গাড়ি, শীতের পিঠা তৈরি, রস সংগ্রহ, নানা প্রজাতির পাখি, পত্রবিহীন গাছে ফুটে থাকা শিমুল পলাশ ফুলসহ শিশুদের কল্পনায় উঠে আসা গ্রামীণ জীবনের নানা চিত্র ফুটে উঠেছে এসব ছবিতে।

চিত্র প্রদর্শনীতে ছবি আঁকতে আসা ২য় শ্রেণীর ছাত্র আকাশ বিশ্বাস বলে, আমি এখানে ছবি আঁকতে এসেছি। আমার আঁকা একটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। ছবিটিতে আমি গ্রামীণ জনপদের কিছু চিত্র তুলে ধরছি। আজকের আঁকা ছবিতে গাছ, ঘর, কৃষক ধান মাথায় করে বাড়ি আনছে এগুলো এঁকেছি।

প্রদর্শনী দেখতে আসা সুমি রানি মল্লিক , এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে সহায়ক। তাছাড়াও শিশুদের আঁকা ছবি প্রদর্শনীতে দেখে শিশু সহ তাদের অভিভাবকেরা অনেক উৎসাহিত হবে।

চারুনীড়ের পরিচালক নাজমুল হাসান লিজা বলেন, ‘শিশুরা অনেক সময় ছবি আঁকে প্রতিযোগিতার জন্য, কিন্তু প্রথম তিন জন ছাড়া বাকিদের ছবি খুব একটা দেখা যায় না। আমরা চাই, সবাই নিজেদের আঁকা ছবি দেখে আনন্দ পাক। সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। এবার ৯ম বারের মতো প্রদর্শনী করলাম।’আজ সকাল ১০ থেকে এই চিত্র প্রদর্শনী শুরু হয়েছে । প্রায় প্রতিবছর আমরা এটা করে থাকি। তাদের আকা ছবি প্রদর্শনীতে দেখে তারা আরো উৎসাহিত হন। তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিতে পারি। তিনি আরো বলেন, আমি মনে করি এক জন মানুষ ডাক্তার, ইন্জিনিয়ার যাই হক না কেন তাদের সকলের চিত্র অঙ্কনের প্রয়োজনীয়তা রয়েছে।
এসময় সাংস্কৃতিক কর্মী আশীষ রায়, শিল্পী অন্তরা বৈরাগীসহ অনেকেই উপস্থিত ছিলেন।