ঢাকা অফিস
দীর্ঘদিনের বাণিজ্য সংঘাতের পর অবশেষে বরফ গলতে শুরু করেছে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে। বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, তারা ওয়াশিংটনের পাঠানো নতুন বাণিজ্য আলোচনার প্রস্তাব খতিয়ে দেখছে।
চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্র সম্প্রতি বিভিন্ন মাধ্যমে চীনের সঙ্গে আলোচনা শুরুর আগ্রহ দেখিয়ে একাধিক বার্তা পাঠিয়েছে। চীন বর্তমানে এই প্রস্তাবটি পর্যালোচনা করছে।” তবে চীন আলোচনার টেবিলে বসার আগে কিছু শর্তের কথা স্পষ্ট করে দিয়েছে।
মুখপাত্র জোর দিয়ে বলেন, “এই বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্র একতরফাভাবে শুরু করেছে। যদি তারা সত্যিই আলোচনার মাধ্যমে সমাধান চায়, তবে তাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে। এর মধ্যে অন্যতম হলো তাদের চাপানো একতরফা শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার প্রস্তুতি নেওয়া।”
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার দাবি করলেও, বেইজিং তা সরাসরি অস্বীকার করেছিল। তবে এই নতুন সুর নিঃসন্দেহে দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসের ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, গত মাসে ট্রাম্প চীনা পণ্যের ওপর আকাশছোঁয়া ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন, যা অনেক চীনা ব্যবসায়ীর জন্য মার্কিন বাজারে টিকে থাকাই কঠিন করে তোলে। এর জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়িয়েছে। এখন দেখার বিষয়, আলোচনার এই নতুন প্রস্তাব শেষ পর্যন্ত কোনো ফল বয়ে আনে কিনা।
সূত্র- সিএনএন