PathokBarta Logo
Feature Image

নড়াইলের কালিয়ায় গাড়ী বহরে হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের অভিযোগ

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় গাড়ী বহরে হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের অভিযোগ। আজ রোববার দুপুর ২ টার দিকে কালিয়া উপজেলার যোগানিয়া নামক স্থানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট গাড়ি বহরে ভাংচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ আওয়ামীলীগের কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ এলাকা থেকে আওয়ামীলীগের নেতা কর্মীরা মটরসাইকেল মিছিল নিয়ে কালিয়ায় প্রবেশ করতে পারে আশংকা এলাকাবাসী জড়ো হয়। এ সময় গাড়িবহর টি ঘটনাস্থলে পৌছালে তাদের সঙ্গে স্থানীয়দের বাকবিতন্ডা হয় এবং হামলা গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
কালিয়া পৌর বিএনপির সাধারন সম্পাদক সেলিম রেজা ইউসুফ অভিযোগ করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট এর গাড়ি বহর নিয়ে কালিয়ায় আসার পথে জেলা বিএনপির সভাপতির লোকজন হামলা চালায়।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনার সাথে আমার সমর্থকরা জড়িত না। গাড়ি বহরের লোকজন নিজেরা পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, আজ আওয়ামীলীগের কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ এলাকা থেকে আওয়ামীলীগের নেতা কর্মীরা মটরসাইকেল মিছিল নিয়ে কালিয়ায় প্রবেশ করতে পারে আশংকা এলাকাবাসী জড়ো হয়। এ সময় কিছু বাকবিতন্ডা হয়। ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টায় অংশ হিসেবে গাড়ি বহরে থাকা আওয়ামীলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র পরিদর্শক মীর শরিফুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এলাকায় আইনশৃংখলা বাহিনীর অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

 

 

তারিখ: 18 May 2025 | সময়: 22:52