PathokBarta Logo
Feature Image

নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জান্নাতুল বিশ্বাস, (লোহাগড়া) নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় সারুলিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ মে) সকালে স্থানীয়রা রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে লোহাগড়া থানায় খবর দেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে রেল লাইনের পাশে রক্তাক্ত এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ হেফাজতে নেয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তারিখ: 19 May 2025 | সময়: 11:42