PathokBarta Logo
Feature Image

নড়াইলে হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড

মো. আরিফুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে ইজিবাইক চালক আবু রোহান মোল্যাকে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন বিচারক। আজ সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মো: মুনজুর শেখের ছেলে মো: শাহিন শেখ (২৪) ও একই গ্রামের মো: আজিবার খাঁর ছেলে মো: রমজান খাঁ (২৯)। রায় ঘোষনার সময় আসামিরা আদালতের কাঠগোড়ায় অনুপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের মো: চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইক চালক মো: আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যায়। রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন রোহানের পিতা চান মিয়া। জিডি দায়েরের দিন সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা রাস্তার পাশে জমিতে পড়ে থাকা অবস্থায় আবু রোহানের মরদেহ উদ্ধার করে। পুলিশ তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩জনের নামে চার্জশীট আদালতে দাখিল করে। এ মামলায় ১৪ জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামি মো: শাহিন শেখ ও মো: রমজান খাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে মৃত্যুদন্ড প্রদান করেন বিচারক। এ মামলার অপর আসামি মো: মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।

তারিখ: 19 May 2025 | সময়: 19:04