PathokBarta Logo
Feature Image

বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

জান্নাতুল বিশ্বাস (লোহাগড়া) নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। আজ শুক্রবার (২৩ মে) দুপুর থেকে প্রেমিক হাসিকুল মোল্যা ওরফে সাব্বিরের রাড়িতে অনশনে বসেছেন তিনি। হাসিকুল মোল্যা ওরফে সাব্বির লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের হায়দার মোল্যার ছেলে। বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। অনশনে বসা ওই তরুণী সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণী প্রেমিকার বাড়িতে অনশনে রয়েছেন।

সরেজমিনে গেলে ওই তরুনী অভিযোগ করে বলেন, হাসিকুলের সাথে আমার ৮ মাস আগে টিকটকে পরিচয় হয়। আমি ডিভোর্সী জেনেও সে আমাকে বিয়ে করবে বলে প্রেমের প্রস্তাব দেয়। পরে তার সাথে আমার পেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে তার সাথে আমার ভিডিও কলে কথা হয়। এসময় সে বিয়ে করবে বলে আমাকে ফুসলিয়ে গোপন ভিডিও ও ছবি ধারণ করে। পরবর্তীতে আমি ভিডিও ও ছবি দিতে অস্বীকৃতি জানালে সে আমার গোপন ভিডিও ও ছবি আমার আতœীয় স্বজনের কাছে পাঠিয়ে আমাকে ব্লাকমেইল করতে থাকে। আমি নিরুপায় হয়ে হাসিকুল এর বাড়িতে এসেছি। সে আমাকে বিয়ে করুক। তার পরিবার আমাকে মেনে না নিলে আমি আতœহত্যা করবো।

এ বিষয়ে জানতে অভিযুক্ত হাসিকুল মোল্যা ওরফে সাব্বির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি যে কারনে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযুক্ত হাসিকুল এর পিতা হায়দার মোল্যা উপস্থিত সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন এবং তার ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন ও বাড়িতে অনশনরত তরুনীর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহিন দাবি করেন। এর একপর্যায়ে ওই তরুনীকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘ওই তরুনীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তারিখ: 23 May 2025 | সময়: 21:36