PathokBarta Logo
Feature Image

মাগুরায় ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সভা, আনুষ্ঠানিক আত্মপ্রকাশ!

মোঃ সাইফুল্লাহ ; মাগুরায় ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল এর মাগুরা জেলা শাখা সাধারণ সভার মাধ্যমে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ কয়েছে। শহরের সৈয়দ আতর আলী সড়কের প্রিমিয়াম কাচ্চি হাউজের হল রুমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাগুরায় এ সংগঠনের যাত্র শুরু হয়।
মাগুরা ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল এর সভাপতি এ‌্যাডভোকেট মোঃ ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ‌্যাপক এম বি বাকের। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ‌্যক্ষ মাওলানা মাহাবুবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ‌্যাপক সাঈদ আহম্মেদ বাচ্চু, ইসলামি ব‌্যাংকের মাগুরা শাখার ব‌্যবস্থাপক মোঃ জামিলুর রহমান, অধ‌্যাপক আশারাফ হোসেন, এ‌্যাডভোকেট আমজাদ হোসেন, এ‌্যাডভোকেট আজমত হোসেন, এ‌্যাডভোকেট শংকর দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল এর সেক্রেটারি এ‌্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন‌্যায় বিচার নিশ্চিতে ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল এর আইনজীবীরা কাজ করবে। পাশপাশি সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।

তারিখ: 27 Jun 2025 | সময়: 18:40