PathokBarta Logo
Feature Image

সন্ধ্যায় কমিটি গঠন, রাতেই পদ হারালেন যুবদল নেতা

পিরোজপুর প্রতিনিধি

কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক  কমিটির এক যুগ্ম-আহ্বায়কের পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলায় ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে কিছু সময় পর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া সই করা আরেক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করা হয়।

প্রথম দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটি অনুমোদন করেন। কমিটিতে কামরুজ্জামান তুষারকে আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে দায়িত্ব দেওয়া হয়। কমিটিতে ১৩ জনকে যুগ্ম- আহ্বায়ক ও বাকিদের সদস্য করা হয়।

‎পরে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় অদ্য ঘোষিত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুষার জানান, যুবদলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। কোনো অনিয়ম বা আপত্তিকর বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, এটি তারই অংশ। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ও এর সুনির্দিষ্ট প্রমাণ থাকায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যারা দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে বহিষ্কার করা হবে।
‎
‎২০২৩ সালের ৫ সেস্টেম্বর মারুফ হাসানকে আহ্বায়ক ও এমদাদুল হক মাসুদকে সদস্যসচিব করে জেলায় ৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন অভিযোগে ওই কমিটির আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ম-আহ্বায়ক মো. বদিউজ্জামান শেখ রুবেল ও রিয়াজ সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। পরে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

তারিখ: 27 Jun 2025 | সময়: 18:54