PathokBarta Logo
Feature Image

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এর জেলা অফিস উদ্বোধন

মোঃ বাবর আলী (কালিয়া) নড়াইলঃ

মানবাধিকার রক্ষায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এর নড়াইল জেলা অফিস উদ্বোধন করেছেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও গুলশান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

শনিবার সন্ধ্যায় নড়াইলের হামিদপুর ইউনিয়নের গাজীরহাট বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নড়াইল জেলা অফিস উদ্বোধন করেন।

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের জেলা সাধারণ সম্পাদক মোঃ বুলু মোল্লার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, খুলনা জেলা সভাপতি এসএম কামরান হাসান, নড়াইল জেলা জিসাস এর সাধারণ সম্পাদক সম ইকরাম রেজা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হিমেল সহ সংগঠনটির জেলা ও উপজেলার নেত্রী বৃন্দ।

এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, যশোর জেলা সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান বাদলসহ প্রমুখ।

তারিখ: 28 Jun 2025 | সময়: 20:18