PathokBarta Logo
Feature Image

কালিয়া উপজেলা ওলামা ও ঈমাম পরিষদ কাউন্সিলে সভাপতি মাঃআঃরহমান সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম

মোঃ বাবর আলী -কালিয়াঃ

নড়াইলের কালিয়া উপজেলার ইমাম ও ইসলামী মতাদর্শের নেতৃত্বদানকারীদের নিয়ে গঠিত উপজেলা ওলামা ও ইমাম পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২জুলাই) দুপুরে কালিয়া কওমিয়া মাদ্রাসায় এ কাউন্সিলে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ২বছরের জন্য সভাপতি আলহাজ্ব মাওলানা আঃ রহমান (মূলখানা হুজুর) এবং সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে কালিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি নূরে আলম, প্রচার সম্পাদক তিনজন, হাফেজ মাওলানা আবুল হাসান, মাওঃ আনাছ, মাওঃ আলী হাচান, কোষাধক্ষ্য মুফতি আবুজার গিফারি, দপ্তর সম্পাদক মুফতি ওহিদুজ্জামান সরদার আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

তারিখ: 02 Jul 2025 | সময়: 17:32