PathokBarta Logo
Feature Image

নড়াইলে অভিবাসন বিষয়ক সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ
 
বিদেশগামী কর্মীদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অভিবাসন সংক্রান্ত কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে সমন্বয় কমিটির প্রথম সভা।
 
বুধবার (৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।
 
সভায় অভিবাসন কার্যক্রমে জড়িত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বৈদেশিক কর্মসংস্থান, অভিবাসীদের সেবা নিশ্চিতকরণ, প্রতারণা প্রতিরোধ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মীদের প্রস্তুত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
সভায় কর্মসংস্থান ও জনশক্তি অফিস নড়াইলের উপ-পরিচালক মোঃ আবুল কাশেম, সংশ্লিষ্ট কমিটির সরকারি দপ্তর, এনজিও, বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
 
সভাপতির বক্তব্যে বলেন, “অভিবাসন একটি গুরুত্বপূর্ণ খাত। এটি কেবল ব্যক্তি নয়, দেশের অর্থনীতির জন্যও সহায়ক। তাই অভিবাসন সংক্রান্ত সব কার্যক্রমে সমন্বয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
 
সভা শেষে অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করতে জেলা পর্যায়ে বিভিন্ন বাস্তবমুখী সিদ্ধান্ত গৃহীত হয়।
তারিখ: 03 Jul 2025 | সময়: 17:40