PathokBarta Logo
Feature Image

নড়াইলে চিলগাছা রঘুনাথপুর যুবক্লাবের পক্ষ থেকে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

নড়াইল প্রতিনিধিঃ
 
নড়াইল সদর চিলগাছা রঘুনাথপুর যুবক্লাবের পক্ষ থেকে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০ টায় চিলগাছা রঘুনাথপুর প্রাথমকি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। 
 
 
উদ্বোধনকালে  ক্লাবের সভাপতি  মোঃ খালিদুর রহমান, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু  মুসা, সহ-সম্পাদক সাব্বির হোসনে, ক্যাশিয়ার শামিম, ক্রীড়া সম্পাদক নাইম শিকদার, সহ-ক্রীড়া সম্পাদক মুন্না হাসানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা  উপস্থিত ছিলেন। 
 
সাধারণ সম্পাদক আবু  মুসা পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষরোপনের উপযোগীতা তুলে ধরে বলেন, এখন বর্ষাকাল বৃক্ষরোপনের এখনই উপযুক্ত সময়। আমাদের এলাকার সকল বিদ্যালয়ে, বাড়ির পাশে আনাচে কানাচে ঔষুধী, ফলজ গাছ লাগানো হবে। গাছ সৌর্ন্দয বৃদ্ধি সহ বিভিন্ন উপকারিতা পাওয়া যায়। তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিৎ। প্রতিটি মানুষের কম পক্ষে দুটি করে গাছ লাগানো উচিত। অনুষ্ঠান শেষে রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়  চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়।
 
তারিখ: 04 Jul 2025 | সময়: 18:16