PathokBarta Logo
Feature Image

নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তাদের মরদেহ ভেসে উঠে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। তবে তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে থাকত সে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাকিব ও মানিক একসঙ্গে খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিব-মানিকদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ উত্তর খাশিয়াল গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। 

তারিখ: 13 Jul 2025 | সময়: 12:50