PathokBarta Logo
Feature Image

ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা রক্ষায় নড়াইলের কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:

ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা রক্ষায় কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রোববার ১৩ জুলাই সকালে কালিয়া ডাকবাংলা চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বর্তমান বাংলাদেশ প্রত্মতত্ত্ব অধিদপ্তরের সম্পত্তি দুই শত বছরের পুরোনো কালিয়ার ঐতিহ্যবাহি বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙকর ও বিখ্যাত সেতারবাদক রবি শংকরের পৈত্রিক ভিটা যা বর্তমানে ডাকবাংলা নামে পরিচিত। এই চত্তরে দোকান ঘর নির্মানের প্রতিবাদে এই মানববন্ধন হয় । ঘন্টাব্যাপি এই মানববন্ধনে এলাকার বিাভন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ হোসেন, ছাত্র নেতা রাকিবুল ইসলাম, তরিকুল ইসলাম, মেহেদী হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী উত্তম ঘোষ ও মিন্টু ঘোষ।

বক্তগন এ সময় বলেন, কালিয়ার ঐতিহ্য বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক রবি শংকরের আবাস ভূমি, এ আবাস ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সনাতন ধর্মীয়দের মন্দির, যেখানে প্রৃতিবছর চরক মেলা অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে শহীদ মিনার সহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন কারী শহীদের নাম ফলক। ডাকবাংলা চত্তর যা কালিয়াবাসীর প্রান। অথচ সে দিকে লক্ষ্য না করে এখানে দোকান ঘর নির্মান করা হচ্ছে। তাদের দাবী এ নির্মান কাজ বন্ধ করে অন্যত্র এ কাজ করা হোক।

উল্লেখ্য, ১৯৪৮ দেশ ভাগের সময় ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক রবি শংকরের আবাস ভূমি ছেড়ে ভারতে চলে গেলে তা সরকারী সম্পত্তি হিসাবে গন্য করা হয়। পরবর্তীতে তাদের বসত বাড়ী বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের নিয়ন্ত্রনে নেয়। কিন্তু বসত বাড়ীর উত্তর পাশে এ ঘর নির্মান করছে

তারিখ: 13 Jul 2025 | সময়: 13:10